ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ এপ্রিল ০৩, ২০ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মাহমুদ মান্না, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ০৯, ১২:৫৪ অপরাহ্ন
#

নারীর মানবাধিকার সুরক্ষায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে বৈষম্যহীন নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বানে—"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যে কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষে ৮ মার্চ শনিবার দুপুরে সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

বর্ণাঢ্য র‌্যালিটি সংস্থার শিবের হাট অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে নারী প্রগতি সংঘের দল সদস্য, কমিউনিটি ফোরাম সদস্য, ইয়ুথ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে কেন্দ্র ব্যবস্থাপক মো. সামছুদ্দীনের সভাপতিত্বে এবং উন্নয়ন কর্মকর্তা শাহেনা বেগমের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ক্লাস্টার নেতা নাজমা বেগম, রিনা বেগম, আকলিমা বেগম, ইয়ুথ সদস্য জান্নাতুল মাওয়া, কমিউনিটি ফোরাম ও ইউপি সদস্য সাইমা সুলতানা রিনা।

বক্তারা বলেন, নারী আজও কোথাও নিরাপদ নয়—ঘরে কিংবা বাইরে। দেশের অধিকাংশ নারী তার আপনজনদের দ্বারাই নির্যাতনের শিকার হচ্ছে। আন্তর্জাতিকভাবে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের অন্যতম মাইলফলক বেইজিং ঘোষণা এবং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের ত্রিশ বছর পূর্ণ হতে যাচ্ছে।

১৯৯৫ সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয় চতুর্থ নারী সম্মেলন, যা বিশ্বব্যাপী নারী অধিকারের জন্য সবচেয়ে অগ্রসর ও ব্যাপকভাবে অনুমোদিত দলিল। এতে দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য, সহিংসতা নির্মূল, সশস্ত্র সংঘাত মোকাবিলা, অর্থনৈতিক ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতায়ন, মানবাধিকার সুরক্ষা, মিডিয়া, পরিবেশ এবং মেয়ে শিশুদের উন্নয়নের বিষয় অন্তর্ভুক্ত ছিল।

বক্তারা আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগ বা সংকটে নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নারী ধর্ষণসহ নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video