খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে একত্রিশবার তোপধ্বনি ও সকল বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এরপর জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারসহ জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, ত্রিপুরা সনাতনী গীতা সংঘ, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ যুব কল্যাণ সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সারি সারি করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পাশাপাশি জেলার বিভিন্ন পর্যটন স্পটে বিনামূল্যে প্রবেশের সুযোগ, এতিমখানা, জেলা কারাগার, ভবঘুরে কেন্দ্র এবং শিশু ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন