ঢাকা , মঙ্গলবার, ২০২৫ আগস্ট ২৬, ১১ ভাদ্র ১৪৩২
#

দেশজুড়ে

আক্কেলপুরে এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আবাম ফাউন্ডেশনের

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ২৩, ০১:৩৬ অপরাহ্ন
#

জয়পুরহাটের আক্কেলপুরে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে এতিম বাচ্চাদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) সকাল ১০ টায় পৌর সদরের সোনামুখী ল্যাঙ্গরপীর মাদ্রাসায় ২৫ জন এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ ঈদ বস্ত্র বিতরণ করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবাম ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদ, বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম, জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ রিপন হোসেন, আহম্মেদ সাদি, নুরুজাম্মানসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আয়োজকরা বলেন, মাদ্রাসায় অনেক গরিব, অসহায়, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা পড়াশোনা করে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য আবাম ফাউন্ডেশন বদ্ধপরিকর। সামাজিক দায়বদ্ধতা এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video