ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালিত হলে রাষ্ট্রে কোন বৈষম্য থাকবে না

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ২৬, ১২:৫৫ অপরাহ্ন
#

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মোঃ আলাউদ্দিন সিকদার বলেছেন, রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া। এ তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালিত হলে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না। অধিকার নিয়ে কাউকে আন্দোলন করতে হবে না, সমাজে দুর্নীতি থাকবে না। জনমানুষের আকাঙ্ক্ষার এ ধরনের তাকওয়াভিত্তিক সমাজ কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। কিন্তু আজকে মানুষের আকাঙ্ক্ষাকে বানচাল করার জন্য নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আসুন, সকলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে দেড় হাজার শহীদের স্বপ্নের বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ি।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে স্থানীয় একটি কনভেনশন হলে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ নুরনবী, খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম ফজলুল হক।

উপস্থিত ছিলেন উপজেলার বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশার নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video