চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফরিদ নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাজনৈতিক মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
শনিবার (২২ মার্চ) রাতে চাতুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ফরিদ মোঃ ফরিদ উপজেলার চাতরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে। গ্রেফতার হওয়া ওই যুবলীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, চাতরী এলাকার স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন