ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র সফল হবে না: সরওয়ার আলমগীর

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধ, চট্টগ্রাম
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ২৭, ০৩:৪৪ অপরাহ্ন
#

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ‘নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র সফল হবে না। অচিরেই নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উপহার দেবে।’

বুধবার (২৬ মার্চ) বিকালে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন শাহ চৌমুহনী এলাকায় আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন, ‘মুজিব যেখানে ব্যর্থ হয়েছিলেন, জিয়া সেখানে স্বাধীনতার ঘোষণা দিয়ে সফল হয়েছিলেন।’

এদিন চট্টগ্রামের ফটিকছড়িতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বিএনপি।

মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোবারক হোসেন কাঞ্চন, বদিউল আলম তালুকদার, মহিন উদ্দিন আজম তালুকদার ও আবু আজম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video