ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে লিম ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ২৬, ০২:২২ অপরাহ্ন
#

লিম ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ফটিকছড়িতে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের সম্মানে ফটিকছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা শফিকুন নুর মওলা বীরপ্রতীক গণমিলনায়তনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও যুক্তরাজ্যভিত্তিক কমিউনিটি নেতা মাসুদুর রহমান।

ফটিকছড়ি প্রেস ক্লাবের সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান ও সদস্য এম জুনায়েদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি ও লিম ফাউন্ডেশনের এমডি সৈয়দ মোহাম্মদ সাসুদ।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল জব্বার, ফটিকছড়ি থানার ওসি নুর আহম্মদ, ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম (বিএ), চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অফিস সম্পাদক এজাহারুল ইসলাম, মাস্টার নাজিম উদ্দীন, থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুপ বিন সিরাজ, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রাসেল, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, লিম ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মো. সেলিম ও আজম খান এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ দিদার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা সুন্দর ফটিকছড়ি বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video