ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

এম এ আজিজের পক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, দাবি করলেন মিথ্যা সংবাদ

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ২৩, ০২:৩২ অপরাহ্ন
#

চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচার এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এম এ আজিজ।
২৩ মার্চ সকাল সাড়ে ১১ টায় সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় এম এ আজিজের পক্ষে সংবাদটি লিখিত বক্তব্যে পেশ করেন মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন আলীম মেম্বার। তিনি দাবি করেন, ঘটনা টি গত ১৯ মার্চ (শনিবার) এই সময় এম এ আজিজ চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। মিথ্যা সংবাদের প্রতিবাদে তিনি বলেন, কেন তার নামে মিথ্যা সংবাদ করা হল, তিনি তা জানেন না। ভিকটিমের সাথে তার কোন পারিবারিক ও রাজনৈতিক দন্ধও নেই, দাবি করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরিয়াল হোসেন কুটুম, রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান, হারামিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন, সন্দ্বীপ উপজেলা যুবদল নেতা জাবেদ, মুসাপুর যুবদলের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবদল নেতা আরিফ, জুয়েল ও পৌরসভা যুবদলের নেতা রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ইব্রাহিম, যুবনেতা সাগর ও পাবেল।
প্রসঙ্গত, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজের বিরুদ্ধে গতকাল ২২ মার্চ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের বরাতে বেশ কিছু মিডিয়ায় এমএ আজিজকে অভিযুক্ত করে সংবাদ পরিবেশন করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video