বাঁশখালী বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রত্নপুর গ্রামে সাধারণ জনগণের সুবিধার্থে সরকারিভাবে স্থাপিত গভীর নলকূপের পানি ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ হচ্ছে, যার নামে নলকূপটি বরাদ্দ দেওয়া হয়েছে, তিনি একাই এর সম্পূর্ণ ব্যবহার করছেন এবং অন্য কাউকে পানি নিতে দিচ্ছেন না।
এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর দাবি, সরকারি বরাদ্দপ্রাপ্ত নলকূপটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকার কথা, কিন্তু বাস্তবে সেটি ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির মতো ব্যবহৃত হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা একাধিকবার সংশ্লিষ্ট ব্যক্তির কাছে অনুরোধ করলেও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারীদের মধ্যে আজিজ আহমদ নামের একজন বলেন, "নলকূপটি স্থাপনের সময় আমাদের বলা হয়েছিল, এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, নুর মোহাম্মদের পরিবার একাই এটি ব্যবহার করছে। আমরা পানি নিতে চাইলে আমাদের হেয় প্রতিপন্ন করে। আমরা চাই, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিক।"
এ বিষয়ে নুর মোহাম্মদের স্ত্রী বানু আক্তার এবং ছেলে আকিব নুরের কাছে জানতে চাইলে, তারা বলেন- আমরা কাউকে পানি নিতে বা ব্যবহার করতে বাধা দিচ্ছি না। তারা নিজেরাই এমনিতেই পানি পান বা ব্যবহার করছেনা।
কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়- জনসাধারণের জন্য পানি পান করার বা ব্যবহার করার কোনো ব্যবস্থা দেখা যায়নি!
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের আশা, দ্রুতই প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।
মন্তব্য করুন