What does ‘Ton’ mean in AC: গরমের হাত থেকে রেহাই পেতে Air Conditioner কিংবা এসি মেশিন কেনার হিড়িক তুমুলভাবে বেড়ে গিয়েছে। ইলেক্ট্রনিক্সের শোরুমগুলিতে উপচে পড়া ভিড় ক্রেতাদের। তবে এসি কেনার আগে কিছু বিষয় জেনে নেওয়া একান্তভাবে জরুরি। তা না হলে পস্তাতে হতে পারে। বিশেষ করে যারা এসি কিনবেন ভাবছেন, তাঁদের জন্য এই বিশেষ প্রতিবেদন বেশ কাজে দিতে পারে।
AC-র টন নিয়ে অনেকের মধ্যেই নানা প্রশ্ন রয়েছে। মোটামুটিভাবে ১ টন, ১.৫ টন, ২ টনের এসি গৃহস্থ বাড়িতে অনেকেই লাগিয়ে থাকেন। AC-র এই ‘টন’ আসলে কী? এটা জানার কৌতূহল অনেকেরই থাকে। বিশেষ এই প্রতিবেদনে তারই ব্যাখ্যা মিলবে।
AC-র ‘Ton’ আসলে একটি ইউনিট নির্ধারক। অর্থাৎ আপনার ঘরের মাপ অনুযায়ী ১, ১.৫ কিংবা ২ টনের এসি লাগাতে পারেন। এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ করা যন্ত্রের টনের সঙ্গে এর ওজনের কোনও সম্পর্ক নেই। এইচভিএসি ক্ষেত্রে ব্যবহৃত টন হল একটি শব্দ যা বর্ণনা করে যে AC-র ইউনিট এক ঘণ্টায় একটি ঘর থেকে কত পরিমাণ তাপ সরিয়ে দিতে পারে। ব্রিটিশ থার্মাল ইউনিট (BTU) দ্বারা এটির হিসেব করা হয়।
সহজ ভাষায় বলতে গেলে, AC-র টন তার ঠান্ডা করার ক্ষমতাকে বোঝায়। একটি ১ টনের এসি প্রতি ঘন্টায় ১২ হাজার BTU বায়ু অপসারণ করতে পারে। একটি ৩ টনের এসি এক ঘণ্টায় ৩৬ হাজার BTU বায়ু অপসারণ করতে পারে। তাই AC কেনার আগে উপরোক্ত বিষয়টি সম্পর্কে ভালো করে বুঝে নিন।
মন্তব্য করুন