ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

বিজ্ঞান ও প্রযুক্তি

চার সংস্করণ নিয়ে আইফোন-১৪ সিরিজ ঘোষণা দিলো অ্যাপল

লাইফস্টাইল ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ সেপ্টেম্বর ০৮, ১১:৪৪ পূর্বাহ্ন
#

প্রতি বছর সেপ্টেম্বর মাস আসার আগে অপেক্ষার যেন শেষ থাকে না অ্যাপলপ্রেমীদের। কারণ প্রতি বছরের ঠিক এ মাসটিতেই ঘোষণা আসে নতুন আইফোনের। সব জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার পরই আইফোনের নতুন সিরিজ ‘আইফোন-১৪’ উন্মুক্ত করেছে টেক জায়ান্ট অ্যাপল।

যুক্তরাষ্ট্রে অ্যাপল সদর দফতরের স্টিভ জবস থিয়েটারে প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম বুধবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী অ্যাপলপ্রেমীদের কথা মাথায় রেখে পুরো ইভেন্টটি সরাসরি অ্যাপলের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয়।
 

দেখা যায়, আইফোন ১৪ মডেলের চারটি সংস্করণের ঘোষণা দিয়েছে অ্যাপল। এরমধ্যে একটি ৬.১ ইঞ্চি মাপের আইফোন ১৪, ৬.৭ ইঞ্চি মাপের ১৪ প্লাস মডেল। প্লাস মডেলটিতে ব্যাটারির চার্জ থাকবে বেশি সময়। দুটি মডেলেই গত বছরের এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। দুই মডেলেই ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড। এছাড়া পানি ও ধুলা প্রবেশে কঠোর হয়েছে অ্যাপল। পাঁচটি রঙে এগুলো বাজারে ছাড়া হয়েছে।

 


নতুন আইফোনের নকশা অনেকটাই আইফোন ১৩ এর মতোই। এতে সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ রয়েছে। আইফোন ১৪ এর দাম শুরু হবে ৭৯৯ মার্কিন ডলার থেকে আর প্রো মডেলটির দাম শুরু হবে ৮৯৯ মার্কিন ডলার থেকে।


এছাড়া আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সও বাজারে আসছে। এরমধ্যে ১৪ প্রো এর দাম শুরু হবে ৯৯৯ মার্কিন ডলার থেকে আর ১৪ প্রো ম্যাক্স এর দাম শুরু হবে ১০৯৯ মার্কিন ডলার থেকে। নতুন আইফোনের সঙ্গে উন্মুক্ত করা হয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ৮ এবং এয়ারপডস ২।  

আরও পড়ুন: নতুন চমক আইফোন ১৪


নতুন আইফোনে গত বছরের মতোই লাইটনিং পোর্টই রাখা হয়েছে। এতে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ সংযোগ সুবিধা যুক্ত করা হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে কাছের মানুষদের নিজের অবস্থান সম্পর্কেও জানাতে পারবেন ব্যবহারকারী। ফিচার চালু হবে নভেম্বর মাস থেকে। এ কারণেই ফার আউট ট্যাগ লাইন ব্যবহার করা হয়েছে। কৃত্রিম উপগ্রহ কোম্পানি গ্লোবাল স্টার অ্যাপলকে এ সংযোগ দিয়েছে। 

 

Apple’s new iPhone 14 Pro models have a moving notch.


এরমধ্যে আইফোন ১৪ এবং ১৪ প্লাস প্রি অর্ডার শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। এরমধ্যে আইফোন ১৪ বাজারে আসবে ১৬ সেপ্টেম্বর। অর্থাৎ কেউ যদি ৯ তারিখ অর্ডার করে তাহলে ১৬ তারিখ ফোনটি হাতে পাবে। অন্যদিকে, ১৪ প্লাস বাজারে আসবে ৭ অক্টোবর। 

এবার অ্যাপল গুরুত্ব দিয়েছে বিদ্যুৎ খরচ, ক্যামেরা এবং ডিসপ্লেতে। চলবে নতুন এ১৬ বায়োনিক চিপে। ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় এ১৬ চিপ বানিয়েছে অ্যাপল। ছয় কোরের সিপিইউতে থাকবে দুটি হাই-পারফর্মেন্স কোর এবং দুটি হাই এফিশিয়েন্সি কোর; আছে ১৬ কোরের নিউরাল ইঞ্জিন এবং পাঁচ কোরের জিপিইউ। ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি আছে কোয়াড-পিক্সেল সেন্সর।


১.৯ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে আইফোন ১৪তে। ভিডিওতে যোগ হচ্ছে নতুন অ্যাকশন স্ট্যাবিলাইজেশন মোড। থাকবে ৫জি সংযোগ। 

 

 

<div class="paragraphs"><p>ছবি: অ্যাপল</p></div>


নতুন এয়ারপড প্রো:

এদিকে এয়ারপড প্রো-এর একটি নতুন মডেল ঘোষণা করা হয়েছে, যা নয়েজ-বাতিল করার সঙ্গে ওয়্যারলেস ইয়ারবাড হিসেবে কাজ করবে। আঙ্গুল স্পর্শেই নিয়ন্ত্রণ করা যাবে ভলিউম। একবারের চার্জে টানা ছয় ঘণ্টা চলবে নতুন এয়ারপড প্রো। ২৩ সেপ্টেম্বর থেকে এটি বাজারে আসবে। এর দাম হবে ২৪৯ মার্কিন ডলার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video