ঢাকা , শুক্রবার, ২০২৫ এপ্রিল ০৪, ২১ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে রোজা শুরু

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০১, ০৫:৪৯ অপরাহ্ন
#

সৌদি আরবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে মোতাবেক আজ শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হয়েছে। এদিকে বরাবরের মতো পরদিন বাংলাদেশে অর্থাৎ আগামীকাল রোববার থেকে রোজা পালন শুরু হবে।

তবে দীর্ঘ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছে দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলার মানুষ। সাতকানিয়ার মির্জারখীল দরবারের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।

স্থানীয় সূত্র জানায়, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলি, ভেল্লাপাড়া, মির্জারখীল ছাড়াও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া, ছোটহাতিয়া, আছারতলি, সাইরতলি, গারাঙ্গিয়া, এওচিয়া, খাগরিয়া, ছদাহা, গাটিয়াডাঙ্গা এবং লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি, বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নসহ প্রায় ৫০ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ শুক্রবার রাতে প্রথম রোজার সেহরি খেয়ে আজ শনিবার রোজা রেখেছেন।

এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রামে মির্জারখীল দরবার শরিফের অনুসারীরা একই নিয়মে রোজা পালন শুরু করেছেন।

মির্জারখীল দরবার শরিফের মেঝ সাহেবজাদা মোহাম্মদ মাসুদুর রহমান সরফরাজ বলেন, "প্রায় আড়াইশ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জারখীল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান (রহ.) হানাফি মাজহাবের ফতোয়া অনুযায়ী পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ সব ধর্মীয় উৎসব পালন করার নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় অনুসারীরা একই নিয়মে সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।"

চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আব্বাস পাড়া গ্রামের যুবক মো. মহিম উদ্দিন বলেন, "সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার রাতে আমাদের গ্রামের মসজিদে প্রথম খতমে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাতে সাহরি খেয়ে রোজা রেখেছি। প্রতিবছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করি।"

পটিয়া উপজেলার বাহুলি এলাকার রবিউল ইসলাম জানান, "অনেক দিন আগে থেকেই প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ এলাকার মানুষ রোজা রাখে। এরই ধারাবাহিকতায় এবছরও রোজা রাখা হচ্ছে।"

তিনি আরও বলেন, "আধুনিক প্রযুক্তির এই যুগে সব খবর মুহূর্তের মধ্যেই পাওয়া যায়। আমাদের ধর্মীয় বিষয়ে যখন অনেক কিছুই সৌদি আরবকে অনুসরণ করা হয়, তখন ঈদ পালন করতেও দোষের কিছু নেই। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করা দোষের কিছু নয়।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video