ঢাকা , শুক্রবার, ২০২৫ এপ্রিল ০৪, ২১ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্প রক্ষায় এক কিলোমিটারজুড়ে মানববন্ধন

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ০১, ১২:৪৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শহীদ মিনার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক কিলোমিটারজুড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন জাহাজ ভাঙা শিল্পের শ্রমিক ও ব্যবসায়ীরা।

তারা অভিযোগ করেন, কিছু অসাধু পরিবেশবাদী এনজিও আন্তর্জাতিক ষড়যন্ত্র করে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পকে ধ্বংস করতে চায়। অন্যদিকে, ভারতীয় জাহাজ ভাঙা শিল্পকে ‘গ্রীন শিপ ইয়ার্ড’ হিসেবে আন্তর্জাতিকভাবে প্রচার করা হচ্ছে, যা ভারতীয় স্বার্থবাদীদের ষড়যন্ত্রের অংশ।

জাহাজ ভাঙা শিল্পে শ্রমিক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা প্রদান করা হয়, যেখানে সড়ক দুর্ঘটনা বা লঞ্চডুবির ঘটনায় মৃত্যুর জন্য কোনো ক্ষতিপূরণ নেই। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শিল্পের সঙ্গে ৭৫ হাজারেরও বেশি ব্যবসায় জড়িত। এর মধ্যে রয়েছে রোলিং মিল, ফার্নিচার, হার্ডওয়্যার, চিকিৎসা সরঞ্জাম, ব্যায়াম উপকরণ, ইলেকট্রনিক্স, স্ক্র্যাপ লোহা, জাহাজ নির্মাণ সামগ্রী, ক্যাবল ও নানা ধরনের যন্ত্রপাতির ব্যবসা। এছাড়া, অক্সিজেন, গ্যাস, স্টিল মিল, কেমিক্যাল ও বিভিন্ন কলকারখানার সঙ্গে লক্ষাধিক পরিবার এই শিল্পের ওপর নির্ভরশীল। সরকার প্রতি বছর জাহাজ ভাঙা শিল্প থেকে কয়েকশ হাজার কোটি টাকার রাজস্ব পায়।

জাহাজ ভাঙা শিল্প বন্ধের আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, ফার্নিচার ব্যবসায়ী, ক্যাবল ব্যবসায়ী, লোহা ব্যবসায়ী, তেল ব্যবসায়ী, হার্ডওয়্যার ব্যবসায়ীসহ শত শত ব্যবসায়ী সংগঠন এবং হাজার হাজার মানুষ প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেয়।

এই সময় বক্তব্য রাখেন জাহাজ ভাঙা শিল্প ব্যবসায়ী সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দীন, মাইনউদ্দীন, খালেদ মঞ্জু, ওমর ফারুক, সালামত উল্লাহ, সাহাবউদ্দীন, নবী, মোজাহের ইসলাম, আলমগীর, রবিউল হক, আজিজুর রহমান, শফিকুল আলম, হামিদ, রানা, সৈয়দ মাহমুদ, নামুল ইসলাম, নূর হোসেন, জিন্নাত আলী, নজির আহম্মদ, রেহান উদ্দীন ও দিদারুল আলম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video