ঢাকা , শুক্রবার, ২০২৫ এপ্রিল ০৪, ২১ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে হালদা নদী সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৬, ১২:৩৯ অপরাহ্ন
#

কর্ণফুলীতে হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কর্ণফুলী উপজেলা মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত। পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে সেমিনারটি সঞ্চালনা করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক, চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের মুহাম্মদ মিজানুর রহমান।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ রাকিবুল ইসলাম, বোয়ালখালী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হোসেন, চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার মাহাবুর রহমান, হালদা প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং মৎস্যজীবীরা।

সেমিনারে বক্তারা বলেন, হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত। জাতীয় মাছ রুই জাতীয় প্রজাতির উৎপাদন বৃদ্ধিতে হালদা নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার হালদা প্রকল্পের মাধ্যমে নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে একে আরও সময়োপযোগী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video