সীতাকুণ্ডে ৬ লাইন মহাসড়ক উন্নয়ন নিয়ে উপজেলা ফৌজদারহাট থেকে বড় দারোগারহাট পর্যন্ত নাগরিক সমাজ, সমাজকল্যাণ ফেডারেশন, প্রেসক্লাব এবং স্থানীয় জনগণের সঙ্গে সড়ক ও জনপদ কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আবুল কাশেমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় সড়ক ও জনপদ গবেষণার গবেষক সম্রাট হোসেন, কোডিনটর বোরহান সহ বিভিন্ন অফিসার, সাংবাদিক, ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
সব বক্তাই উল্লেখ করেন, সরকার বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ৬ লাইন করার উদ্যোগ নিয়েছে, তবে এতে সীতাকুণ্ডের জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারা মনে করেন, সরকারের জন্যও এতে অর্থনৈতিক ক্ষতি হতে পারে, এবং কিছু প্রভাবশালী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
বক্তারা বলেন, মহাসড়কের পাশে ৬ লাইন না করে যদি মহাসড়কের মাঝখানে ডিভাইডারের উপর উড়াল ফ্লাইওভার নির্মাণ করা হয়, তবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে না এবং সরকারও খরচ কমাবে। এতে সরকার লাভবান হবে এবং জনগণের ক্ষতিপূরণ ও সড়ক ভরাটের ব্যয় কম হবে।
তারা আরো বলেন, যদি সরকার মহাসড়কের পাশে ৬ লাইন করার চিন্তা করে, তাহলে সীতাকুণ্ডের জনগণের ভিটা, বাড়ি, দোকানপাট, অফিস, পুকুর, মসজিদ এবং কবরস্থান ইত্যাদি উচ্ছেদ হতে পারে। এর ফলে জনসাধারণ আন্দোলন করতে পারে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর প্রতিনিধি লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনছুর, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, সি প্লাস টিভির কামরুল ইসলাম দুলু, সাদেক মস্তান হাইস্কুলের প্রধান শিক্ষক জাফর সাদেক, ব্যবসায়ী বাবুল আক্তার, মোঃ সোহাগ, সাগর দের, স্থানীয় রাহেলা বেগমসহ অনেকেই।
মন্তব্য করুন