বন্ধুদের সাথে ঘুরতে বান্দরবানের লামায় গিয়েছিলেন মোহাম্মদ সাইমুল হক (২৮) নামের এক যুবক। ঘুরতে যাওয়ার পথে বহনকারী জিপ থেকে ছিটকে পড়ে আহত হন সাইমুল হক। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সাইমুলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তিনি উপজেলার চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামের শের আলী খান বাড়ির মো. নুরুল হকের (৭০) পুত্র।
গত শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় লামায় ভ্রমণকালে জিপ গাড়ি থেকে ছিটকে তিনি আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, সাইমুল তার কয়েকজন বন্ধুকে নিয়ে বান্দরবানের লামায় বেড়াতে গিয়েছিলেন। পাহাড়ি রাস্তা বেয়ে ওঠার সময় তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন। পরে তার বন্ধুরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
সাইমুলের বন্ধুরা জানান, সবুজসহ তারা বান্দরবানে ঘুরতে গিয়েছিলেন। পাহাড়ি রাস্তা বেয়ে উঠার সময় সাইমুল গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন। পরে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মন্তব্য করুন