পঞ্চগড়ের বোদা উপজেলায় ঢাক-ঢোল, নাচ-গান, শোভাযাত্রা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোদা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এর আগে উপজেলার ১০টি ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা শোভাযাত্রা নিয়ে মাঠে উপস্থিত হন। সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাঠে গিয়ে শেষ হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বোদা উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
এ সময় ফরহাদ হোসেন আজাদ বলেন, “বোদা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ একটি স্মরণীয় দিন। আজকের এই সম্মেলনের মাধ্যমে বোদাবাসীসহ পুরো পঞ্চগড় এবং দেশের মানুষকে আমরা বার্তা দিতে চাই—বিএনপি এখন সুসংগঠিত, নিয়ম-শৃঙ্খলায় পরিচালিত এবং নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সংগঠনকে গতিশীল করেছে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ফল।”
বক্তারা সম্মেলনের প্রথম অধিবেশনে দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
জানা গেছে, দ্বিতীয় অধিবেশন সন্ধ্যায় শুরু হয়ে ৭১০ জন ডেলিগেটের ভোটে বোদা উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল এবং সহকারী কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট মিনহাজ।
এছাড়া দ্বিতীয় অধিবেশনের আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, সর্বশেষ বোদা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। দীর্ঘ ১৯ বছর পর নানা প্রতিকূলতা পেরিয়ে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।
মন্তব্য করুন