চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী আবদুল কাদের বেলাল। গতকাল শুক্রবার বিকেলে নিজ অর্থায়নে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় তরুণদের উদ্দেশ্যে কাউন্সিলর পদপ্রার্থী বেলাল বলেন, ‘খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, দলগত চেতনা ও নৈতিকতার বিকাশ ঘটায়। খেলাধুলা আমাদের শেখায় কীভাবে জয় উদযাপন করতে হয় এবং পরাজয় থেকেও শিক্ষা নিতে হয়। এটি শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মানসিক বিকাশের জন্য অপরিহার্য।’
তিনি তরুণদেরকে মাদক থেকে দূরে রেখে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
ক্রীড়াসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আরমান, মোহাম্মদ হোছাইন, ইকবাল হোসেন মুন্না, তানভীর হোসেন মারুফ, কাঞন দাশ, নয়ন দাশ, কিরণ, হৃদয় দাশ, সুকুমার প্রমুখ।
মন্তব্য করুন