ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৭ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ শুরু, স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস পুলিশের

সৈয়দ শিহাব উদ্দিন মিজান
প্রকাশিত : রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ০৫:০১ অপরাহ্ন
#

আজ শনিবার সকাল ৮টা থেকে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে বহুল প্রতীক্ষিত এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে কার্যক্রমটি শুরু হয়। তিনি সকাল থেকে মাঠ পরিদর্শন করেন এবং প্রার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, "এই নিয়োগে কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের প্রভাব নেই এবং থাকবে না। চাকরি পেতে চাইলে তোমাদের নিজের মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ওপরই নির্ভর করতে হবে। আমরা দৃঢ়ভাবে নিশ্চিত করছি, এই নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধানির্ভর।"

শারীরিক যাচাই কার্যক্রমে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আগামীকাল (২০ এপ্রিল) অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপ—Physical Endurance Test (PET)। এতে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

মাঠে কাজের গতি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সুশাসনের যে চিত্র আজ ফুটে উঠেছে, তা নিঃসন্দেহে বাংলাদেশ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video