ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ১৯, ৬ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

রাজাপুরে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ এপ্রিল ১৭, ০৭:১৩ অপরাহ্ন
#

ঝালকাঠির রাজাপুরে ১০০ পিস ইয়াবাসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত (১৬ এপ্রিল) বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার নৈকাঠি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার ইন্দ্রপাশা এলাকার রফিকুল ইসলাম ওরফে রতন গাজীর পুত্র তরিকুল ইসলাম (৩০) এবং জগইরহাট এলাকার আ. আউয়াল হাওলাদারের পুত্র আরিফ হোসেন হাওলাদার (৩৮)।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাঠিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় মক্কা-মদিনা স্পেশাল বেকারির সামনে থেকে তরিকুল ও আরিফকে আটক করা হয়।

তরিকুলের কাছ থেকে ৮০ পিস এবং আরিফের কাছ থেকে ২০ পিস, মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video