ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ১৬, ২ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তৎপরতা

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ১৫, ১১:৪৫ পূর্বাহ্ন
#

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০১৬ সালে ‘২০৩০ ভিশন’ নিয়ে তখন থেকে সংস্কার নিয়ে কথা বলছে। ২০৩০ সালের যে ভিশন, তা ২০২৩ সালে এসে ৩১ দফায় রূপান্তরিত হয়েছে। জাতীয়তাবাদী দল দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, গণতন্ত্রের কথা চিন্তা করে অন্যান্য দলসহ একাত্মতা পোষণ করে ৩১ দফা বাস্তবায়নে সমগ্র বাংলাদেশে কাজ করা যাচ্ছে। একাত্তরে বাকশালের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন অনেক নবীন রাজনীতিবিদ এসে বলে তারা নাকি ফ্যাসিবাদ মুক্ত করেছে। বিএনপি জনগণের দল, গণতন্ত্রের দল। আজকের যে সাংগঠনিক মিটিং, এই মিটিংয়ে যারা এসেছেন সকলেই সাংগঠনিক কাজে মনোযোগ দিবেন। আল্লাহ যদি সহায় হন, আমি যদি মনোনয়ন পাই, হাটহাজারীর উন্নয়নের কাজ করব। আমার বাবা সৈয়দ ওয়াহিদুল আলমের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করব। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং হাটহাজারীর সবচেয়ে বড় সমস্যা যানজট নিরসনসহ হাটহাজারী থেকে নাজিরহাট পর্যন্ত চার লেন সড়কে পরিণত করতে কাজ করব ইনশাআল্লাহ।

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম-৫ সংসদীয় আসন হাটহাজারী উপজেলা, পৌরসভা ও বায়েজিদ আংশিক এলাকার ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিএনপির স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা।

এসময় হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদল ও হাটহাজারী উপজেলা বিএনপি নেতা, সহ-সভাপতি সৈয়দ ইকবালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:
মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাটহাজারী বিএনপি সমন্বয় কমিটির সদস্য জাকির হোসেন, মেখল ইউনিয়ন বিএনপি নেতা কাইয়ুম মেম্বার, মোহাম্মদ আলী, বায়েজিদ থানা বিএনপি নেতা লুৎফুর রহমান, চিকনদণ্ডি ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল রহমান, পৌরসভা বিএনপি নেতা শহিদুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম.জি. কিবরিয়া, হাটহাজারী পৌরসভা বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ, আবদুল মোতালেব মঞ্জু, আবদুর রহিম বাবুল, মেখল ইউনিয়ন বিএনপি নেতা শফিউল আলম, দিল মোহাম্মদ, জানে আলম, লোকমান, আবু তাহের, গুমানমর্দন ইউনিয়ন বিএনপি নেতা মোর্শেদ, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি নেতা কামাল উদ্দিন, রহিম চৌধুরী, ধলই ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম, ফিরোজ খান, কাজী মোহাম্মদ দিদার হোসেন, রাশেদুল আলম চৌধুরী, মির্জাপুর ইউনিয়ন নেতা তালেব মেম্বার, শফি তালুকদার লোকসান, ছিপতলী ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ ফারুক, মোহাম্মদ সালেক ইমরান, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর মেম্বার, মোঃ রফিক, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি নেতা সেলিম উদ্দিন, শিকারপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আবুল মনসুর, মোহাম্মদ মুছা, ফতেপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী, দুলাল মামুন, মোঃ ইকবাল, মোঃ মানিক, মোঃ আমির হোসেন, মোহাম্মদ ইসলাম, ১২ নম্বর চিকনদণ্ডি ইউনিয়ন বিএনপি নেতা মোরশেদ, আবুল বাশার, ইদ্রিস মেম্বার, সরোয়ার বাবুল, সৈয়দ মুহাম্মদ বেলাল, দক্ষিণ পাহাড়তলী ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইব্রাহীম, আলমগীর খোকন, নাছির উদ্দিন, আবদুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, কামাল উদ্দিন, বায়েজিদ থানা বিএনপি নেতা মুহাম্মদ ইয়াকুব আলী, জালালাবাদ থানা বিএনপি নেতা মীর মুহাম্মদ মোকাম্মেল, এন ও জনি প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video