বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ইন্ডিয়া টুডের এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান সম্পর্ক নিয়ে তার মতামত জানতে চাইলে, তিনি বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং দুই দেশের সীমান্ত দীর্ঘ ও সংলগ্ন। এ অবস্থায় আমাদের সবসময় একসঙ্গে কাজ করতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। কোনোভাবেই এমন কিছু করা উচিত নয় যা দুই দেশের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলে।
তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার দেশ ত্যাগের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন। এছাড়া গত বছরের ২৪ নভেম্বর তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন।
দুই দেশের সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, এটি নির্বাচিত সরকারের দায়িত্ব এবং এ ধরনের প্রশ্ন সরকারের আমলেই ওঠা উচিত। তবে, বর্তমানে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি "চমৎকার ও নিখুঁত" বলে অভিহিত করেন।
মন্তব্য করুন