ঢাকা , শুক্রবার, ২০২৪ এপ্রিল ১৯, ৬ বৈশাখ ১৪৩১
#

জাতীয়

নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা মানুষ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২২ মে ০৬, ১১:২৯ পূর্বাহ্ন
#

নিত্যপণ্যের লাগামহীন দামে দুশ্চিন্তায় মানুষ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত মার্চ মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২২ শতাংশ। একই সময় মজুরি বেড়েছে ৬ দশমিক ১৫ শতাংশ। শুধু খাদ্যপণ্য কিনতেই খরচ করতে হচ্ছে আয়ের বেশিরভাগ। এমন পরিস্থিতিতে পণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি মজুরি বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের।

এক সঙ্গে এতো নিত্যপণ্যের দাম সচরাচর বাড়তে দেখেননি ক্রেতা। পণ্যের লাগামহীন দামে খরচ বাড়লেও, আয় বাড়েনি তেমন। সংসার চালাতে বিপর্যস্ত নিম্ন ও মধ্যবিত্তরা।

এছাড়াও দেশে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে মানুষের মজুরি বাড়ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন বলছে, গত তিন মাসে দেশে সার্বিক মজুরি বেড়েছে ৬.১৫ শতাংশ। বিপরীতে মূল্যস্ফীতি বেড়েছে ৬. ২২ ভাগ। আয়ের বড় অংশই চলে যাচ্ছে খাদ্যপণ্য কিনতে। অর্থাৎ এখন দেশের দিনমজুর-শ্রমিকরা যা উপার্জন করছেন, তা দিয়ে তাদের সংসার চলছে না।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রভাব মোকাবিলায় এখনো সতর্ক থাকতে হচ্ছে সাধারণ মানুষের। এমন অবস্থায় মূল্যস্ম্ফীতি বাড়লে দীর্ঘমেয়াদি সংকটে পড়ার শঙ্কা রয়েছে। সমস্যা সমাধানে মজুরি বৃদ্ধির ওপর জোর দেয়ার তাগিদ তাদের।

স্বল্প আয়ের মানুষদের স্বস্তি দিতে খোলাবাজারে পণ্য বিক্রি কার্যক্রমের ব্যাপ্তি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

এর আগে গতকাল লিটারে রেকর্ড ৩৮ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। আজ থেকে এক লিটার বিক্রি হবে ১৯৮ টাকায় আর ৫ লিটার ৯৮৫ টাকায়। এ ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা এবং খোলা পাম তেল প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হবে।

বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন এ দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়াকে যুক্তি হিসেবে দাঁড় করিয়েছেন মিল মালিকরা।

এদিকে ক্রেতাদের অভিযোগ, মূল্যবৃদ্ধির আশায় বিক্রেতারা ঈদের আগে থেকেই মজুত করে রাখায় বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে যায়। পাশাপাশি হঠাৎ করে লিটারে ৩৮ টাকা দাম বাড়ানো অযৌক্তিক, মন্তব্য তাদের। এক ধাক্কায় প্রায় ২৫ শতাংশ মূল্যবৃদ্ধিতে চাপে পড়বে সাধারণ মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video