ঢাকা , সোমবার, ২০২৫ মে ১২, ২৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মে ১২, ০৪:৪৭ অপরাহ্ন
#

চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বজ্রপাতে মো. ফিরোজ (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব শীলকূপ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. ফিরোজ ওই এলাকার ইসমাইল সিকদার পাড়ার মৃত এয়াকুব হোসেনের ছেলে।

স্থানীয় মো. সালাহউদ্দিন সিকদার জানান, ফিরোজ তার পাড়ালিয়া চাচাতো ভাই। সে তিন সন্তানের জনক। সোমবার সকালে বাড়ির পূর্ব পাশে নিজ করলার ক্ষেতে ফুল লাগাতে গিয়েছিল। কাজের সময় আকাশে ঘন মেঘ ছিল, তবে বৃষ্টি তেমন ছিল না। হঠাৎ করেই বজ্রপাতের বিকট শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর লোকমুখে জানতে পারি, বজ্রপাতে মো. ফিরোজ মারা গেছে। তার শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের প্রচণ্ড শব্দেই তার মৃত্যু হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video