ঢাকা , সোমবার, ২০২৫ মে ১২, ২৯ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়ালে কঠোর ব্যবস্থা—ডিআইজি রেজাউল

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ মে ১১, ০১:৪৩ অপরাহ্ন
#

নিষিদ্ধ সংগঠনের কোনও কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিআইজি।

তিনি বলেন, “কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অধীনস্থ পুলিশ সদস্যদের কোনো অপরাধ হলে, সরাসরি শুনে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসময় তিনি আরও জানান, “টক টু ডিআইজি” নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে যেকোনো তথ্য প্রদান ও সরাসরি ডিআইজির সঙ্গে যোগাযোগ করা যাবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video