ঢাকা , সোমবার, ২০২৫ মে ১২, ২৯ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

৭২’র সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে নতুন সংবিধান প্রণয়ন সম্ভব: আইন উপদেষ্টা আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ মে ১১, ০২:৫৩ অপরাহ্ন
#

নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত ১৯৭২ সালের সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১১ মে) দুপুরে মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, মৌলিক ধারাগুলো পরিবর্তন করাও সম্ভব।

তিনি বলেন, উচ্চ আদালত ও সংসদীয় স্থায়ী কমিটিকে কার্যকরভাবে ব্যবহার করা গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ছোট আইন করেও বড় পরিবর্তন আনা সম্ভব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবার নির্ধারণ করলেই স্বৈরতন্ত্রের মোকাবিলা হয় না।

নতুন সংবিধান প্রণয়ন দীর্ঘ সময়সাপেক্ষ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, শুধু সংবিধানই ফ্যাসিস্ট সরকার সৃষ্টি করে না। সবকিছুর উত্তর সংবিধানে খোঁজার দরকার নেই—ছোট ছোট আইনের মাধ্যমেও বড় সমাধান করা যায়।

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, কেবল বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video