ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৭ ফাল্গুন ১৪৩১
#

জাতীয়

বাজার ব্যবস্থাপনায় সন্তুষ্ট অর্থ উপদেষ্টা, তবে দ্রব্যমূল্য কমানোর লক্ষ্যে কাজ চলছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ০৫, ০৩:২৮ অপরাহ্ন
#

বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগের বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম বাড়েনি, তবে সরকার দ্রব্যমূল্য আরও কমানোর জন্য কাজ করছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা জানান, ব্যবসা-বাণিজ্য কমে যাওয়ার পাশাপাশি বেকারত্ব বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে পরিস্থিতি পুনরুদ্ধারে কাজ করছে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং বিগত সময়ে সরকারসংশ্লিষ্ট অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যা তাদের নিজেদের কারণে। এখন এসব শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video