আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি কারাজীবন থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যও দোয়া প্রার্থনা করেছেন।
আজ (৫ মার্চ) বুধবার সকালে, যাত্রাবাড়ী থানায় জুলাই আন্দোলন সংক্রান্ত হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আগে শাজাহান খান আদালতে দোয়া চেয়ে বলেন, “দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি।”
আজ সকাল ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনিসুল হক, শাজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্যান্য আসামিদের আদালতে তোলা হয়।
এক সাংবাদিক তার স্বাস্থ্যের খোঁজ নিলে শাজাহান খান বলেন, “আছি তোমাদের দোয়ায়।” এক প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে, এটা সামনে প্রমাণিত হবে।”
পরে আদালত থেকে তাদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এক সাংবাদিকের প্রশ্নে শাজাহান খান বলেন, “কারাগারে খুব ভালো আছি। সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।”
মন্তব্য করুন