সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে একটি দল গুলশানের ওই বাসায় প্রবেশ করে। অভিযোগ রয়েছে, তারা তল্লাশির অজুহাতে দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং বাড়িটি তছনছ করার পাশাপাশি লুটপাটের চেষ্টা চালায়। ধারণা করা হচ্ছিল, সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও রাজনৈতিক দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের মালামাল লুকিয়ে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা তিনজনকে আটক করে এবং তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— শাকিল খন্দকার (২৪), তার বাবা জুয়েল খন্দকার (৪৮) এবং শাকিল আহমেদ (২৮)।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় ওই বাসায় কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। তিনি বাসাটিতে প্রচুর অর্থ থাকার তথ্য ছড়িয়ে দিয়ে জনতাকে সেখানে তল্লাশি চালানোর জন্য উসকানি দেন।
এর আগে, সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকেও একই অভিযোগে একদল লোক বাসাটিতে প্রবেশের চেষ্টা করেছিল। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্ক করেছে, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য। কোনো অপরাধ সংঘটিত হলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে জানাতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট থাকার বার্তা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন