ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটায় নতুন আশার আলো

এস এ ম রবিউল বোয়ালখালী
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ০৮, ০৩:৪৩ অপরাহ্ন
#

চলতি আমন মৌসুমে চট্টগ্রামের বোয়ালখালীতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা ঝাড়া ও মাড়াই করছে কৃষক। অত্যাধুনিক এ যন্ত্রের মাধ্যমে জমিতে ধান কাটা, ঝাড়া ও মাড়াইয়ে এ মেশিন কৃষকদের মাঝে আশার আলো দেখাচ্ছে। 

শনিবার (৭ ডিসেম্বর)  বিকেলে উপজেলার  আমুচিয়া ইউনিয়নের ধোরলা এলাকার কৃষক শামসুদ্দিনের জমিতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা ঝাড়া ও মাড়াই করছে আহলা করলডেঙ্গা এলাকার কৃষক মো. জামাল উদ্দিন।

কষক শামসুদ্দিন বলেন, প্রতি বছর ধান কাটার সময় শ্রমিক সংকট দেখা দেয়। বাড়তি টাকা দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যায় না। অবশেষে কড়লডেঙ্গা ইউনিয়নের মো. জামাল উদ্দীনের হারভেস্টার মেশিনের সাহায্যে কৃষকেরা ধান কেটে ঘরে তুলছেন। এতে শ্রমিক সংকট মেটানোর পাশাপাশি উৎপাদন খরচও কমে এসেছে।

তিনি বলেন, এবার ৩০ কানি জমিতে আমন আবাদ করেছেন তিনি। শ্রমিক দিয়ে ১ কানি জমির ধান কেটে ঘরে তুলতে ৬ হাজার টাকা খরচ হয়। কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তাবন্দিসহ খরচ হয় ৩ হাজার টাকা। এতে কৃষকের অনেক টাকা সাশ্রয় হয়।

কম্বাইন্ড হারভেস্টার মালিক করলডেঙ্গার কৃষক মো. জামাল উদ্দিন বলেন, উপজেলা কৃষি অফিসের উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকি মূল্যে মেশিনটি নিয়েছি। কম্বাইন্ড এ মেশিন দিয়ে খুব সহজেই এখন ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা। 

জমির আকার বড় হলে দৈনিক ১২-১৪ কানি আর ছোট জমি হলে ৯-১০ কানি জমির ধান কাটা যাচ্ছে। এতে  দৈনিক ১৩৫ লিটার তেল খরচ হচ্ছে। এছাড়া চালকসহ ৩ জনের মজুরি বাবদ ৪ হাজার টাকা খরচ হয়। এনিয়ে দৈনিক তেল ও মজুরিতে খরচ পড়ে ১৯ হাজার টাকা। প্রতি কানিতে নেওয়া হয় ৩২০০ টাকা। ফলে দৈনিক খরচ বাদে ১৯ হাজার টাকা হারভেস্টার মালিকের থাকে। পুরো মৌসুমে ধান কাটতে পারলে লাভ হতো ৩ লাখ টাকা। তবে জমিতে পানি থাকায় সেটা হয়ে ওঠে না। ফলে এ মৌসুমে ১৫০-২০০ কানি জমির ধান কাটা সম্ভব হবে। কৃষকরা বলেন, আগে কখনো মেশিনের মাধ্যমে ধান রোপণ ও কাটা দেখিনি। এবার মেশিনের মাধ্যমে ধান রোপণ ও কাটা হচ্ছে। এ দেখে অনেক আনন্দ লাগছে। এতে আমাদের অনেক টাকা খরচ কম লাগবে।

উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ বলেন, মেশিনের সাহায্যে ধান কেটে ও মাড়াই করে শুধুমাত্র রোদে শুকিয়ে ঘরে তুলতে হয়। চালক অভিজ্ঞ হলে ঘণ্টায় এক একর জমির ধানও কাটা সম্ভব। এতে কৃষকের অনেক টাকা লাভ হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video