ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় শহিদ ভাইদের স্মরণে কাফেলা শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১৮, ০৩:৩৭ অপরাহ্ন
#

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কাফেলা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে মহান বিজয় দিবস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ভাইদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর হাট প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষাবিদ আবুল কালাম আযাদের সভাপতিত্বে, আযাদ আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামের সাংগঠনিক সেক্রেটারি শিক্ষাবিদ অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মানুষের জুলুম শোষণের চিত্র তুলে ধরে, ৩৬ সালের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষের করণীয় ও গন্তব্য সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক বিশিষ্ট ছাত্রনেতা মো. ইব্রাহিম হোসেন রনি। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা, এরশাদ বিরোধী আন্দোলন, যুদ্ধাপরাধের বিচারের নামে বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা, জুলাই বিপ্লব পরবর্তী সহিংসতা, এডভোকেট আলিফ হত্যা, ইসকন, আদিবাসীদের উস্কানি প্রভৃতির ঘটনার ইতিহাস টেনে বাংলাদেশকে দিল্লির করদ রাজ্যে পরিণত করার পায়তারার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করেন। তিনি বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গণি, যুবনেতা সৈয়দ আতিক জামালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. রাশেদ। স্থানীয় জামায়াত নেতা হারুন ইবনে গণির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়। এর পর কাফেলার শিল্পীদের পরিবেশনায় হামদ, নাত, কাওয়ালী, আবৃত্তি এবং জুলাই বিপ্লব নিয়ে নাটিকা উপস্থাপিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video