ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৭ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানা এলাকায় সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রবিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বায়েজীদ থানাধীন থানা রোড,কুঞ্জছায়া, আনন্দ বাজার, কাচাবাজার, মোহাম্মদ নগরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে

বায়েজীদে সড়ক ও ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ১১, ০২:৫৩ অপরাহ্ন
#

চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানা এলাকায় সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রবিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বায়েজীদ থানাধীন থানা রোড,কুঞ্জছায়া, আনন্দ বাজার, কাচাবাজার, মোহাম্মদ নগরে  এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানে ২০০ পুলিশ,  ১০০ শ্রমিকসহ বিপুলসংখ্যক চসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা অংশ নেয়।

চসিক মেয়র এম রেজাউল করিমের একান্ত সচিব আবুল হাসেমের নেতৃত্বে অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও নির্বাহী ম্যাজিষ্ট্রে চৈতী সর্ববিদ্যা ।

এ বিষয়ে চসিকের  নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন  বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছে। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়। তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video