বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কাজের গতিশীলতার লক্ষ্যে বিভাগীয় উপ-কমিটির দায়িত্ব পেলেন চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ মিজানুর রহমান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ সেলিম।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কাজের গতি ও সম্প্রসারণের লক্ষ্যে বিভাগীয় উপ-কমিটিসমূহ নবনির্বাচিত করে ১০টি জেলায় উপ-কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন—বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম।
তাদেরকে চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক আল ইমরানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গত ৪ জুলাই (শুক্রবার) কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে ১০টি জেলা বিভাগীয় উপ-কমিটি অনুমোদন দেওয়া হয়।
যেসব বিভাগে উপ-কমিটি ঘোষণা করা হয়েছে: ঢাকা, রংপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর এবং রাজশাহী।
মন্তব্য করুন