বায়েজীদে সড়ক ও ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ১১, ০২:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানা এলাকায় সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রবিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বায়েজীদ থানাধীন থানা রোড,কুঞ্জছায়া, আনন্দ বাজার, কাচাবাজার, মোহাম্মদ নগরে  এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানে ২০০ পুলিশ,  ১০০ শ্রমিকসহ বিপুলসংখ্যক চসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা অংশ নেয়। ’

চসিক মেয়র এম রেজাউল করিমের একান্ত সচিব আবুল হাসেমের নেতৃত্বে অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও নির্বাহী ম্যাজিষ্ট্রে চৈতী সর্ববিদ্যা ।

এ বিষয়ে চসিকের  নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন  বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছে। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়।’ তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework