ঢাকা , রবিবার, ২০২৫ জুলাই ০৬, ২২ আষাঢ় ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

নোয়াপুকুরে সড়ক খননে জনদুর্ভোগ, ইউপি চেয়ারম্যান ক্ষুব্ধ

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ জুলাই ০৬, ০১:০৯ অপরাহ্ন
#

হাটহাজারীতে ব্যক্তিগতভাবে ঘরের ব্যবহারের পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সড়কের উপর থেকে ব্রিক সোলিং তুলে প্রায় ৩০০ ফুট মাটি খুঁড়ে পাইপ স্থাপন করা হচ্ছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।

ঘটনাটি উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নোয়াপুকুর এলাকায় ঘটেছে। সেখানে সেলিম নামে এক প্রবাসীর স্ত্রী এই কাজ করছেন।
সরেজমিনে গেলে সেলিমের স্ত্রী বলেন, মসজিদ কমিটির অনুমতি নিয়ে কাজ করা হচ্ছে।

বিষয়টি জানতে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুছা সিদ্দিকী বলেন, “আমি এই বিষয়ে জানি না, রাস্তা খুঁড়ে পাইপ স্থাপন করা বেআইনি।”
পরে তিনি সেলিমের স্ত্রীকে পাইপ সরিয়ে রাস্তার খনন অংশ ভরাট করে পুনরায় ব্রিক সোলিং বসিয়ে দেওয়ার আদেশ দেন।
কিন্তু চেয়ারম্যানের আদেশ অমান্য করে ঘটনাস্থল ত্যাগ করেন প্রবাসী সেলিমের স্ত্রী।

এমতাবস্থায় সড়কে যান চলাচল বন্ধ থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video