ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় আবারও দুই কৃষক অপহরণ, মুক্তিপণে ছাড়া পেলেন একজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ১৫, ০১:০৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের পটিয়ায় সপ্তাহ না যেতেই আবারও দুই কৃষক অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত কৃষকদের মধ্যে একজন মোহাম্মদ হামিদ (৬০), যিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ আফজলের ছেলে। অন্যজন হলেন ৬ নম্বর ওয়ার্ডের মনির আহমদের ছেলে মোহাম্মদ মুজিব (৩০)।

অপহৃত কৃষক হামিদ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন, আর মুজিব ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে আসেন। সোমবার উপজেলার হাইদগাঁও পাহাড়ি এলাকা থেকে এই দুই কৃষক অপহৃত হন এবং রাতে মুক্তিপণ দিয়ে ছাড়া পান।

জানা গেছে, হামিদ ও মুজিব প্রতিদিনের মতো হাইদগাঁও পাহাড়ে কৃষিকাজ করতে যান। একপর্যায়ে পাহাড়ি সন্ত্রাসীরা তাদের অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ৩০ হাজার টাকা দেওয়ার পর হামিদকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে মুজিব দৌড়ে পালিয়ে আসেন।

অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া হামিদের ছেলে মোহাম্মদ কায়সার জানান, মুক্তিপণের টাকা দিয়ে সোমবার রাতে তার পিতা ছাড়া পেয়েছেন। তবে মুজিব দৌড়ে পালিয়ে এসেছেন।

এর আগে চলতি মাসের ১ জানুয়ারি উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের কৃষক মামুন মিয়া ওরফে মনছুর (৪৪) ও সাইর আহমদ (৫২) অপহরণের শিকার হন। তাদের মধ্যে মনছুর ৮০ হাজার টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দিয়ে ছাড়া পান।

দীর্ঘদিন ধরে উপজেলার কেলিশহর, হাইদগাঁও, কচুয়া ও খরনা পাহাড়ি এলাকায় অপহরণের আতঙ্ক বিরাজ করছে। থানা পুলিশের কার্যকর পদক্ষেপের অভাবে স্থানীয়রা চরম উদ্বেগে আছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত হাইদগাঁও গ্রামের দুই কৃষক অপহরণের বিষয়ে পটিয়া থানা পুলিশ কোনো লিখিত অভিযোগ পায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video