পটিয়ায় আবারও দুই কৃষক অপহরণ, মুক্তিপণে ছাড়া পেলেন একজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জানুয়ারী ১৫, ০১:০৩ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় সপ্তাহ না যেতেই আবারও দুই কৃষক অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত কৃষকদের মধ্যে একজন মোহাম্মদ হামিদ (৬০), যিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ আফজলের ছেলে। অন্যজন হলেন ৬ নম্বর ওয়ার্ডের মনির আহমদের ছেলে মোহাম্মদ মুজিব (৩০)।

অপহৃত কৃষক হামিদ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন, আর মুজিব ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে আসেন। সোমবার উপজেলার হাইদগাঁও পাহাড়ি এলাকা থেকে এই দুই কৃষক অপহৃত হন এবং রাতে মুক্তিপণ দিয়ে ছাড়া পান।

জানা গেছে, হামিদ ও মুজিব প্রতিদিনের মতো হাইদগাঁও পাহাড়ে কৃষিকাজ করতে যান। একপর্যায়ে পাহাড়ি সন্ত্রাসীরা তাদের অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ৩০ হাজার টাকা দেওয়ার পর হামিদকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে মুজিব দৌড়ে পালিয়ে আসেন।

অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া হামিদের ছেলে মোহাম্মদ কায়সার জানান, মুক্তিপণের টাকা দিয়ে সোমবার রাতে তার পিতা ছাড়া পেয়েছেন। তবে মুজিব দৌড়ে পালিয়ে এসেছেন।

এর আগে চলতি মাসের ১ জানুয়ারি উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের কৃষক মামুন মিয়া ওরফে মনছুর (৪৪) ও সাইর আহমদ (৫২) অপহরণের শিকার হন। তাদের মধ্যে মনছুর ৮০ হাজার টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দিয়ে ছাড়া পান।

দীর্ঘদিন ধরে উপজেলার কেলিশহর, হাইদগাঁও, কচুয়া ও খরনা পাহাড়ি এলাকায় অপহরণের আতঙ্ক বিরাজ করছে। থানা পুলিশের কার্যকর পদক্ষেপের অভাবে স্থানীয়রা চরম উদ্বেগে আছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত হাইদগাঁও গ্রামের দুই কৃষক অপহরণের বিষয়ে পটিয়া থানা পুলিশ কোনো লিখিত অভিযোগ পায়নি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework