চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মুসল্লী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দক্ষিণ হাইলধর বুড়ি পুকুর পাড় জামে মসজিদের মাঠে এই দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে আল-জামেয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদত হোসাইনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বয়ান করেন জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ এবং আল জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আকতার হোসাইন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা লোকমান চৌধুরী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা জোনাইদ প্রমুখ।
মন্তব্য করুন