ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

খেলা

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে, বড় জয় মিয়ামির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ২৮, ০৩:২৬ অপরাহ্ন
#

চলতি বছরের শুরু থেকেই মেজর সকার লিগে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে গোল করেই চলছেন লিওনেল মেসি। ইনজুরি থেকে ফিরে আগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

এবার টানা দ্বিতীয় ম্যাচেও জোড়া গোল করলেন মেসি। তার দারুণ দুই গোলে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ৪-১ ব্যবধানে হারিয়েছে মিয়ামি। মেসির সঙ্গে গোল করেছেন লুইস সুয়ারেজও।

ক্রিস্টিয়ান অ্যারেঙ্গোর ৮ গোলকে টপকে এমএলএসের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। বর্তমানে আর্জেন্টাইন এই তারকার গোল সংখ্যা ৯টি। এছাড়া এই মৌসুমে ৬টি অ্যাসিস্টও রয়েছে মেসির।

আগের ম্যাচেই জোড়া গোল করে মিয়ামিকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলেছিলেন মেসি। এবার নিউ ইংল্যান্ডকে হারিয়ে ৩ পয়েন্ট ব্যবধান নিয়ে শীর্ষস্থান আরও মজুবত করেছে মিয়ামি। বর্তমানে ১১ ম্যাচে মিয়ামির পয়েন্ট ২১। দ্বিতীয়স্থানে থাকা সিনসিনাটির পয়েন্ট ১৮ অপরদিকে ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে আছে নিউ ইংল্যান্ড।

এদিন মাত্র ৩৭ সেকেন্ডে গোল হজম করে মিয়ামি। নিউ ইংল্যান্ডের হয়ে গোলটি করেন টমাস ক্যানসেলে। ৩২ মিনিটে নিজের প্রথম গোল করে মিয়ামিকে ১-১ সমতায় ফেরান মেসি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ৮৩ মিনিটে বেঞ্জামিন ক্রিমাসির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। নিউ ইংল্যান্ডের কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন সুয়ারেজ। ৮৮ মিনিটে এই উরুগুয়ে তারকা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video