ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

খেলা

সৌম্য সরকারের আঙুলে আঘাত, ৫টি সেলাই, বিপিএলে খেলা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১৮, ০৩:২২ অপরাহ্ন
#

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন সৌম্য সরকার। এই চোটের কারণে তাকে হাসপাতালে নেয়া হয়, এবং সেখানে সৌম্যর আঙুলে পাঁচটি সেলাই করা হয়।

এই দুর্ঘটনা ঘটেছিল ৬ষ্ঠ ওভারের মাঝপথে, যখন স্লিপে ক্যাচ নিতে গিয়ে সৌম্যর ডান হাতের তর্জনীতে মারাত্মক আঘাত লাগে। তানজিম হাসান সাকিবের গুড লেংথের বল খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল স্লিপে ক্যাচ দেন, কিন্তু বলটি কিছুটা সুইং করে সৌম্যর আঙুলে লাগে। আঘাতের কারণে সৌম্য ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন এবং পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

এখনো নিশ্চিত নয়, আঙুলের চোটের ফলে সৌম্য কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তবে ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video