ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

খেলা

দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করল পাকিস্তান!

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ২৩, ০৪:০৫ অপরাহ্ন
#

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের কীর্তি গড়ল পাকিস্তান। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও সাইম আইয়ুবের দুর্দান্ত পারফরম্যান্সে ৩৬ রানে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় পায় পাকিস্তান। এর ফলে, দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ৩-০তে হারানো একটি ঐতিহাসিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) জোহানেসবার্গে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান করে। সাইম আইয়ুব ৯৪ বলে ১০১ রান করে দলের জন্য ভিত্তি স্থাপন করেন। বাবর আজম ৭১ বলে ৫২ রান এবং মোহাম্মদ রিজওয়ান ৫২ বলে ৫৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ৫৬ রানে ৩টি উইকেট নেন, তবে প্রোটিয়াদের জন্য এই সংগ্রহই ছিল খুব বেশি।

উত্তেজনাপূর্ণ জবাবে, দক্ষিণ আফ্রিকা ৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২৭১ রানে অলআউট হয়ে যায়। হেনরিখ ক্লাসেন ৪৩ বলে ৮১ রানের মারকাটারি ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। পাকিস্তানের বোলাররা দারুণ পারফর্ম করেন, যেখানে সুফিয়ান মুকিম ৫২ রানে ৪টি উইকেট নেন।

এ সিরিজে সাইম আইয়ুবের অপরাজিত শতক তার অসাধারণ পারফরম্যান্সের জন্য সিরিজসেরা ক্রিকেটারের পুরস্কার অর্জন করে। এই বিজয়ের মাধ্যমে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ঐতিহাসিক কীর্তি গড়ল, যা এর আগে কোন দলই করতে পারেনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video