ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

খেলা

১৫ বছরের অপেক্ষার অবসান, ক্যারিবীয় টেস্টে আবারও বাংলাদেশের জয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ০৪, ০১:২৫ অপরাহ্ন
#

১৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। বাংলাদেশ সর্বশেষ ২০০৯ সালে ক্যারিবীয়ানে টেস্ট জিতেছিল, আর এবার আবার সেই সাফল্যের পুনরাবৃত্তি হলো।

প্রথম ম্যাচে হারের পর তেমন আশাবাদী ছিল না কেউ। তবে শেষ পর্যন্ত সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ জয় তুলে নিয়েছে। এই সাফল্য মেহেদী হাসান মিরাজের জন্য বিশেষ গৌরবের। সাদা পোশাকে অধিনায়ক হিসেবে প্রথম যাত্রায় দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন তিনি। মিরাজের মতে, এই জয় সম্ভব হয়েছে দলের সবার আন্তরিক প্রচেষ্টার জন্য।

তিনি বলেন, "এই জয়ের কৃতিত্ব দলের সব খেলোয়াড়কে দিতে চাই। আমি যেসব পরামর্শ দিয়েছি, সবাই তা গ্রহণ করেছে। কন্ডিশন সহজ ছিল না, বরং অনেক কঠিন ছিল। কিন্তু সবাই মন থেকে চেয়েছিল ম্যাচটা জিততে। সেই চাওয়াই আমাদের এই জয় এনে দিয়েছে।"

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রান করে। এরপর ওয়েস্ট ইন্ডিজ এক উইকেট হারিয়েই স্কোরবোর্ডে জমা করে ৭০ রান। সেখান থেকে নাহিদ রানা পাঁচ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আক্রমণাত্মক ব্যাটিং করে। মিরাজ জানিয়েছেন এর পেছনের কারণ।

তিনি বলেন, "আমি খেলোয়াড়দের বলেছিলাম, এই উইকেটে ইতিবাচক মানসিকতা ছাড়া খেলা কঠিন হবে। প্রথম ইনিংসে আমরা ১৮ রানের লিড পেয়েছি, আর এখানেই রান করাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানতাম, এই উইকেটে যদি ২৫০ রান তুলতে পারি, তাহলে আমাদের জন্য ম্যাচ জেতা সহজ হবে। খেলোয়াড়দের বার্তা দিয়েছিলাম যেন ইতিবাচক খেলায় মনোযোগ দেয়।"

মিরাজ আরও বলেন, "সৌরভ ভাই (মুমিনুল) অসুস্থ হয়ে পড়ার পর সবাই একটু হতবাক হয়ে গিয়েছিল। সেই পজিশনে ব্যাটিং করা ছিল চ্যালেঞ্জিং। তবে দীপুকে (শাহাদাত) বলেছিলাম, সে রাজি হয়েছে। তাকে বলেছিলাম, যদি প্রথম বলেই মারার মতো মনে হয়, তবে সেটি মারো। কেউ তোমাকে কিছু বলবে না। আমি তোমাকে অভয় দিচ্ছি। দীপু সেইভাবেই খেলেছে, আর তার ২৮ রান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video