ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগে এই সপ্তাহে দুর্ভাগ্যের শিকার হয়েছে বিভিন্ন জায়ান্ট ক্লাবগুলো। রিয়াল মাদ্রিদ লা লিগায় ভায়াকানোর সাথে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে, প্রিমিয়ার লিগে লিভারপুল ফুলহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে, আর আর্সেনাল এভারটনের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে। বুন্দেসলিগায়, বায়ার্ন মিউনিখ মেইনজের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে।
রিয়াল মাদ্রিদ ভায়াকানোর মাঠে অতীতের মতোই হতাশাজনক ফল পেয়েছে। ম্যাচের শুরুতেই ভায়াকানো এগিয়ে গেলেও, রিয়াল ভালো ফুটবল উপহার দিয়ে ম্যাচে ফিরে আসে। তবে শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় মাঠ ছাড়তে হয় লস ব্লাঙ্কোসদের।
প্রিমিয়ার লিগে, ফুলহ্যাম প্রথমে এগিয়ে গেলেও, লিভারপুলের জটায় শেষ মুহূর্তে গোল করে হার এড়ায়। আর্সেনালও এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে। গানাররা আক্রমণাত্মক খেলতে পারলেও, লক্ষ্যভেদে ব্যর্থ হয়।
বুন্দেসলিগায়, বায়ার্ন মিউনিখ মেইনজের কাছে হেরে পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে, সিরিআ’ তে জুভেন্টাস ভেনেজিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।
মন্তব্য করুন