ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

খেলা

ফিল ফোডেন জোড়া গোলে লিভারপুলকে টপকে দুইয়ে উঠে এসেছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ এপ্রিল ২৬, ০৮:৪১ অপরাহ্ন
#

ব্রাইটনের বিপক্ষে ম্যাচের আগে পয়েন্ট তালিকায় তিন নম্বরে ছিল ম্যানচেস্টার সিটি। দারুণ জয়ে তারা লিভারপুলকে টপকে দুইয়ে উঠে এসেছে, সেইসঙ্গে ফেলছে টেবিল টপার আর্সেনালের ঘাড়ে নিশ্বাস।

বৃহস্পতিবার রাতে ব্রাইটনের মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে ম্যানসিটি। জোড়া গোল করেন ফিল ফোডেন।

এই জয়ের পর ৩৩ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট এখন ৭৬। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট বেশি আর্সেনালের। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে জমে উঠেছে লড়াই, তিন দলেরই শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ১৭ মিনিটে বক্সের মধ্যে দারুণ ডাইভিং হেডে গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনা। এরপর ৮ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ফিল ফোডেন। ২৬ মিনিটে ফ্রি কিক আর ৩৪ মিনিটে বার্নাদো সিলভার অ্যাসিস্টে বল জালে জড়ান তিনি।

৩৪ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যাওয়া সিটির চতুর্থ গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬২ মিনিট পর্যন্ত। ওয়াকারের প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে রুখে দেওয়ার পর ফিরতি বল ফাঁকা জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। ১০ ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি।

বাকি সময়ে বেশ কিছু সুযোগ পেলেও আর গোলের দেখা পায়নি সিটি। ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

ঘরের মাঠে এই বড় হারের পর ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ব্রাইটন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video