ঢাকা , মঙ্গলবার, ২০২৪ Jun ২৫, ১১ আষাঢ় ১৪৩১
#

খেলা

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ১৬, ০১:২৬ অপরাহ্ন
#

প্রিমিয়ার লিগে তার প্রথম গোল করলেন আমাদ দায়ালো, করলেন একটি অ্যাসিস্টও। বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড।

এই জয়ে আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে আশা বাঁচিয়ে রাখলো ম্যানইউ। সাত নম্বরে থাকা নিউক্যাসল এবং আট নম্বরে থাকা ম্যানইউ-দুই দলেরই পয়েন্ট সমান ৫৭। বাকি আছে একটি করে ম্যাচ।

প্রায় সমানে সমান লড়াই হওয়া ম্যাচে ৩১ মিনিটে কোবি মাইনুর গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৪৯ মিনিটে নিউক্যাসলকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। আট মিনিটের মধ্যে ম্যানইউকে ফের এগিয়ে দেন ২-১ আমাদ দায়ালো। ৮৪ মিনিটে রসমুস হজল্যান্ড করেন ৩-১।

যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে নিউক্যাসলের হয়ে আরেকটি গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন লুইস হল। তবে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video