নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২০ আগস্ট ১৩, ০২:৪৪ অপরাহ্ন
#
৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং এইচপি দল। করোনার কারণে কোয়ারেন্টাইন মেনে ২৪ অক্টোবর প্রথম টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। সেপ্টেম্বরের মাঝামাঝি ক্যাম্পের আয়োজন করবে বিসিবি বলেও জানান।
জাতীয় দলের সিরিজ চলাকালীন শ্রীলঙ্কায় এইচপি দলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান নাঈমুর রহমান দুর্জয়। তবে লঙ্কা সিরিজে সাকিব আল হাসান ফিরবেন কিনা এ ব্যাপারে কোন সিদ্ধান্ত আসেনি।
মুশফিক, আমিনুলদের নিঃসঙ্গ অনুশীলনের দ্রুত পুরস্কার মিলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে টাইগাররা। সেপ্টেম্বরে লঙ্কা সফর করবেন তামিম, মুমিনুলরা।
এর আগে সব ক্রিকেটারদের করোনা টেস্ট করিয়ে ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানান আকরাম খান।
বিসিবি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে একটা ক্যাম্প করে তারপর শ্রীলঙ্কা যাবো।'
ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল লঙ্কা সিরিজে মাঠে ফিরবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এ বিষয়ে আসেনি কোন সিদ্ধান্ত।
এ সম্পর্কে আকরাম খান বলেন, 'সাকিবের শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত কিছু হয়নি। তিনি যোগ দিবেন কিনা সেটা নিয়ে এখনো আলোচনা হয়নি। আইসিসির সঙ্গেও আলোচনার বিষয় আছে। অনুশীলন করতে পারবে কিনা তা নিয়ে কোচর সঙ্গে কথা বলতে হবে। সাকিবের সঙ্গেও কথা বলা হবে।'
এদিকে, এইচপি টিমও জাতীয় দলের সাথে যাচ্ছে লঙ্কায়। লঙ্কান যুব দলের সাথে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।
এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় জানান, 'এইচপির যে ক্যাম্পটা আমাদের করার কথা ছিল। সেটেও শ্রীলঙ্কাতে করার পরিকল্পনা করেছি। জাতীয় দলের সঙ্গে সমন্বয়ের জন্য ওই পরিকল্পনা করেছি।'
শিগগিরই দল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের মাঠে ফিরানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।
মন্তব্য করুন