ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

খেলা 24

নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ফাইনালে। ম্যাচের আগে নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার, মাঠে আগত দর্শকসহ স্টেডিয়ামে উপস্থিত সবাই।

বিপিএল ফাইনালে এক মিনিট নীরবতা বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ মার্চ ০১, ০৭:১৬ অপরাহ্ন
#

 

বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আগুনে পুড়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অনেকে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। সাকিব-তামিম-মুশফিকসহ জাতীয় দলের ক্রিকেটাররাও এরই মধ্যে শোক জানিয়েছেন নিজ নিজ ফেসবুক পেজে।

এবার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ফাইনালে। ম্যাচের আগে নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার, মাঠে আগত দর্শকসহ স্টেডিয়ামে উপস্থিত সবাই।

গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। মাত্র দুই ঘণ্টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৪৩ জনের। আজ শুক্রবার সর্বশেষ পাওয়া তথ্যানুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video