ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

খেলা 24

নির্ধারিত ৯০ মিনিটেও কোনো গোল হয়নি। তখন অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের খেলা চলছে। সতীর্থ জর্ডি আলবার সঙ্গে দারুণ বোঝাপড়ায় লক্ষ্যভেদ করলেন লিওনেল মেসি। তার ওই গোলেই কোনোরকমে হার এড়ায় ইন্টার মায়ামি।

মেসির এক ঝলকে হার এড়ালো মায়ামি

স্পোটর্স ডেক্স
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৭, ০৩:৩৩ অপরাহ্ন
#
মায়ামির সমতাসূচক গোলের পর মেসির উচ্ছ্বাস

 

নির্ধারিত ৯০ মিনিটেও কোনো গোল হয়নি। তখন অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের খেলা চলছে। সতীর্থ জর্ডি আলবার সঙ্গে দারুণ বোঝাপড়ায় লক্ষ্যভেদ করলেন লিওনেল মেসি। তার ওই গোলেই কোনোরকমে হার এড়ায় ইন্টার মায়ামি।

লিওনেল মেসিকে আটকানোর সবরকম চেষ্টাই করেছিল এলএ গ্যালাক্সি। কিন্তু শেষ মুহূর্তে আর পারল না তারা।

এগিয়ে গিয়েও ইন্টার মায়ামির বিপক্ষে ১-১ ব্যবধানের নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। সেটাও সেই মেসির গোলের কারণেই।  

ম্যাচের মায়ামির পয়েন্ট পাওয়ার আরেক নায়ক ডে ১৩তম মিনিটে বক্সের ভেতর মায়ামির সার্জিও বুসকেটস ফাউল করলে পেনাল্টি পায় গ্যালাক্সি। পেনাল্টি শট নেন সাবেক বার্সেলোনা ফুটবলার রিকি পুজ। শটে জোরও হলেও বাঁদিকে ঝাঁপিয়ে দারুণভাবে তা ঠেকিয়ে দেন ক্যালেন্ডার। ১৬ মিনিট পর পুঁজের আরেকটি গোলার মতো শটের সামনে বাঁধা হয়ে দাঁড়ান ক্যালেন্ডার। ম্যাচের ৭৫তম মিনিটে এগিয়ে যায় গ্যালাক্সি। এবারও জোরালও শট নেন পুজ, তবে তা ঠেকিয়ে দেন ক্যালেন্ডার। ফিরতি বল পেয়ে মার্কো ডেলগাডো বাড়িয়ে দেন ফাঁকায় থাকা ইয়োভেলিচকে। সার্বিয়ান ফরোয়ার্ড সহজেই জালে পাঠান বল।

৮৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে গ্যালাক্সির মিডফিল্ডার ডেলগাডো।

পরের মিনিটেই মেসির শট একটু জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তবে শেষ পর্যন্ত মেসিই মায়ামিকে হার থেকে রক্ষা করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video