হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই ম্যাচটি।
টানা ১১ ম্যাচে অপরাজিত থেকে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়লে, দ্বিতীয় ম্যাচে সমতা ফেরানোর সুযোগ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। এর ফলে সিরিজ এক ম্যাচ আগেই হারিয়ে ফেলে মেহেদী মিরাজের দল। সুতরাং, আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য একটি লজ্জা এড়ানোর লড়াই।
বাংলাদেশের সামনে এখন মূল সমস্যা টপ অর্ডারের ব্যর্থতা। সৌম্য, তামিম, লিটনদের ব্যাটিংয়ের পাশাপাশি লোয়ার মিডল অর্ডার এবং টেল এন্ডারদের কাছ থেকে আরও বেশি রান প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।
মন্তব্য করুন