ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৮ অগ্রহায়ণ ১৪৩১
#

খেলা 24

বার্সাকে পেছনে ফেলে সেরা দ্বিতীয় অবস্থান জিরোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৮, ০১:০৭ অপরাহ্ন
#

গত শনিবার গেটাফেকে ৪-০ গোলে হারিয়ে জিরোনাকে তিনে নামিয়ে সেরা দু্ইয়ে উঠেছিল বার্সেলোনা। তখন জিরোনা থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে ছিল বার্সা।

দুই দিন পর গতকাল সোমবার রাতে রায়ো ভায়েকানোকে হারিয়ে সেরা দুইয়ে নিজেদের জায়গা ফের দখল করে নিয়েছে জিরোনা। ঘরের মাঠে এই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা সেভিওর শেষ সময়ের জোড়া গোলে ৩-০ গোলে জয় পেয়েছে তারা।

দারুণ এই জয়ে ২৬ ম্যাচে জিরোনার পয়েন্ট ৫৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৫৭। একই সমান ম্যাচ খেলে লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫।

চলতি মৌসুমে দারুণ চমক দেখিয়েছে জিরোনা। এই মৌসুমে তারা শুরুর দিকে টানা ১৫ ম্যাচে অপরাজিত ছিল। রিয়ালের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর অ্যাথলেটিক বিলবাওয়ের কাছেও হারে ৩-২ গোলে। টানা দুই হারে কিছুটা ব্যাকফুটে চলে যায় জিরোনা। এরপর আবার জয়ে ফিরে শিরোপা জয়ের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে ক্লাবটি।

এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশুন্য। যদিও কয়েক দফা আক্রমণ ছিল জিরোনার। তবে গোল করতে পারেনি তারা। অবেশেষে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে সেই অচলাবস্থা ভাঙতে জিরোনা।

ম্যাচের ৫২ মিনিটে জিরোনার হয়ে গোল করেন ভিক্টর সায়ড়গানকোভ। গোল হজমের পর ম্যাচের ৭৬ মিনিটে পেপ চাভারিয়া লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ভায়েকানা। এই দুর্বলতার সুযোগে অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ায় তারা।

অবশেষে ৩-০ গোলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে জিরোনা।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video